চলমান ইউক্রেন সঙ্কটের বিষয়ে সমাধানে আসতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ফোন করে কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) এরদোগানকে দেয়া ফোনে ইউক্রেনের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু দাবির কথা বলেন পুতিন।
পুতিন-এরদোগানের এই ফোনালাপ পুরোটা শুনেছেন তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ও তার মুখপাত্র ইব্রাহিম কালিন। পরে এই ফোনালাপের বিষয়ে তার কথা হয় বিবিসির ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বার্তা সম্পাদক জন সিম্পসনের সাথে।
ইব্রাহিম বলেন, কথোপকথনের সময় পুতিন তার দু্ই ধরনের দাবির ব্যাপারে বক্তব্য স্পষ্ট করেছেন। তিনি বলেন, এর প্রথম চারটি দাবি ইউক্রেন সহজেই পূরণ করতে পারে। দাবিগুলো হচ্ছে, ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে এবং ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া ইউক্রেনকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, দেশটিতে রাশিয়ান ভাষা রক্ষা করতে হবে এবং ইউক্রেনকে নাৎসিবাদ পরিত্যাগ করতে হবে।
জেলেনস্কি ইহুদি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার অনেক আত্মীয় হলোকাস্টে মারা গিয়েছিলেন। তাই এই প্রস্তাব জেলেনস্কির জন্য আক্রমণাত্মক হতে পারে। তবে সিম্পসন লিখেছেন, তুর্কি পক্ষ মনে করছেন জেলেনস্কির জন্য এই প্রস্তাব গ্রহণ করা যথেষ্ট সহজ হবে।
তবে দ্বিতীয় ধরনের দাবিগুলো ইব্রাহিম পরিষ্কারভাবে বর্ণনা করেননি। শুধু বলেছেন, পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়ার বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে কথা বলতে পারেন পুতিন।
ইব্রাহিম আরও জানান, পুতিন এরদোগানের সাথে এই দাবিগুলির বিষয়ে আলোচনার সময় বলছিলেন, তিনি জেলেনস্কির সাথে সরাসরি বৈঠক করতে চান। এর আগেই পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছিলেন জেলেনস্কিও। সূত্র: দ্য উইক ও রয়টার্স।
জেডআই/
Leave a reply