তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩১৫ রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের দেয়া বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে প্রোটিয়ারা। পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারের মধ্যে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা।
তাসকিন দলীয় অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে উইকেট তুলে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাসকিনের জোড়া উইকেটের সুবাদে ১৩ ওভার শেষে মাত্র ৫২ রানেই তিনটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তিনি ওপেনার জানেমান মালানকে মাত্র ৪ রানে আউট করে দেন। ওই সময়ে দক্ষিণ আফ্রিকার দলীয় রান ছিল ১৮।
প্রোটিয়া শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন তাসকিন দলীয় ৩৬ রানের মাথায়। এ সময় তিনি ওপেনার কাইল ভেরেন্নেকে এলবিডব্লিউ আউট করেন। এরপর এই ৩৬ রানের সময়ই এইডেন মাক্রামকে ক্যাচ আউট করেন। মাক্রামের ক্যাচটি দুর্দান্তভাবে তালুবন্দি করেন মেহেদি হাসান মিরাজ।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ইউএইচ/
Leave a reply