রুশ যুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে ৮শ’ বেসামরিক ইউক্রেনীয়: জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসনে এরমধ্যে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক ইউক্রেনীয়, যার মাঝে আছে ৬৪ জন শিশু। ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া রুশ আগ্রাসনে গত শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত হতাহতের খতিয়ান প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দফতর।

শনিবার (১৯ মার্চ) প্রকাশিত এই তথ্যে নিহতের সংখ্যা গত শুক্রবার পর্যন্ত প্রচার করা দৈনিক মৃত্যুর হিসেবের চেয়ে ৩১ জন বেশি দেখিয়েছে।

ছবি: সংগৃহীত

ওএইচসিএইচআর জানিয়েছে, এ পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় আহত হয়েছেন প্রায় ১ হাজার ৩৯৯ জন বেসামরিক ইউক্রেনীয়, যার মাঝে রয়েছে ৭৮ জন শিশু। বলা হয়েছে, আহত হবার অধিকাংশ ঘটনাই ঘটেছে যুদ্ধবিমানের দ্বারা বোমা বর্ষণের কারণে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা যে এরচেয়েও অনেক বেশি হবে, সেটিও জানানো হয়েছে এই হিসেবে।

ওএইচসিএইচআর আরও জানিয়েছে, বেসামরিকদের হতাহতের যে সব ঘটনা নথিবদ্ধ হয়েছে, তার বেশিরভাগই ঘটেছে প্রশস্ত এলাকাজুড়ে নিক্ষেপ করা বিস্ফোরকের কারণে। ট্যাংক, সাজোয়া যান এবং বিবিধ ক্ষেপণাস্ত্র প্রয়োগেই ঘটেছে হতাহতের অধিকাংশ ঘটনা।

আরও পড়ুন: ‘মারিওপোলকে নরক বানিয়ে ফেলেছে চেচেনরা’

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply