মারিওপোলে ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পণের সময় বেধে দিলো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোলে আত্মসমর্পণের জন্য ইউক্রেন বাহিনীকে স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত সময় দিলো রাশিয়ার সেনাবহর। খবর বিবিসির।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা গেছে মারিওপোলে, সময় থাকতে অস্ত্র সমর্পণ করুন। যারা স্বেচ্ছায় পরাজয় বরণ করবে, তাদের নিরাপদে মারিওপোল ছেড়ে যাওয়ার নিশ্চয়তা দিবে রুশ সেনাবহর।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ বেসামরিক নাগরিকদের সরাতে শহরটিতে দুটি মানবিক করিডর খুলে দেয়া হবে। অবশ্য কোনোভাবেই মাথানত করতে রাজি নয় ইউক্রেনীয় সরকার। উল্টো প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধের ইতি টানার একমাত্র উপায় সমঝোতা।

এদিকে রাশিয়া বলছে, গেল কয়েকদিনে মারিওপোল থেকে ৬০ হাজারের মতো মানুষ উদ্ধার করা হয়েছে। আরও এক লাখ ৩০ হাজার বাসিন্দা আটকা রয়েছে। যাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেনীয় সরকার।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে: তুরস্ক
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply