গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব

|

প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্যহার পরিবর্তনের প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি চলছে। শুনানিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব।

শুনানির জেরা পর্বে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বর্তমান মূল্য বহাল রেখে ট্যাক্স-ভ্যাটসহ সকল অযৌক্তিক ব্যয় কমানোর পরামর্শ দেন। তিনি বলেন, সিস্টেম লস কমানো গেলে গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো প্রয়োজন পড়বে না।

এসময় উপযুক্ত প্রস্তুতি ও মুখপাত্র না থাকায় পেট্রোবাংলাকে পুনরায় প্রস্তুতি নিয়ে কমিশনে উপস্থাপন করতে অনুরোধ করা হয়। গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান অডিট রিপোর্টে লাভ থাকার পরও মার্জিন বৃদ্ধির প্রকৃত ব্যাখ্যা দাবি করেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply