সুইডিশ স্কুলে সন্ত্রাসী হামলায় দুই নারী নিহত

|

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী হামলায় সুইডেনের একটি মাধ্যমিক স্কুলে প্রাণ হারিয়েছেন মধ্যবয়স্কা দুই নারী। সোমবার (২১ মার্চ) দক্ষিণ সুইডেনের মালমো শহরে ঘটে এ সহিংসতার ঘটনা। খবর বিবিসির।

খবর পেয়ে স্কুলটিতে উদ্ধারকাজ চালায় পুলিশ। আহত অবস্থায় মালমো ল্যাটিন স্কুলের কর্মচারী দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এ ঘটনায় ১৮ বছর বয়সী এক ছাত্রকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের দাবি, ছুরি ও কুঠার দিয়ে হামলা চালিয়েছে ওই ছাত্র। দুইজনকে গুরুতর জখমের পর সেই ছাত্র নিজেই পুলিশ কল দিয়ে জানায় ঘটনার কথা। তবে হত্যাকারী বা হত্যার কারণে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি প্রশাসন। রহস্য উদঘাটনে চলছে তদন্ত।

ছবি: সংগৃহীত

জানানো হয়েছে, সহিংস ঘটনাটির সময় প্রায় ৫০ জন মানুষ ছিলেন স্কুলটিতে। সন্দেহজনক গুরুতর অপরাধটি সম্পর্কে স্থানীয় সময় বিকেল ৫টায় খবর পায় পুলিশ। তারা গিয়ে গুরুতর আহত অবস্থায় দুইজনকে খুঁজে পান।

আরও পড়ুন: কাশ্মিরি পণ্ডিতদের দুরবস্থার জন্য যদি দায়ী হই, আমাকে ফাঁসিতে ঝোলান: ফারুক আবদুল্লা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply