রাজধানীতে প্রবেশ করবে না বাইরের বাস, হচ্ছে আরও ৫টি টার্মিনাল

|

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, আরও ৫টি টার্মিনাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। ঢাকার বাইরের বাসগুলো সেই টার্মিনাল থেকে ছেড়ে যাবে। ঢাকায় প্রবেশ করবে না।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নগর ভবনে বৈঠকে বসেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্টরা। এ সময় এমন তথ্য জানান শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ মেয়র আরও জানান, বাস রুট রেশনালাইজেশনের আওতায় আরও ৫০টি নতুন বাস যুক্ত হবে। আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি। ১০০ তে ১০০ নম্বর পেয়েছি। আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, নতুন ৩টি রুটে বাস চলাচলের জন্য মালিকদের কাছে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply