ইউটিউব দেখেই দেড় একর জমিতে কুল চাষ, প্রথম বছরেই সফল ফরিদপুরের জামাল

|

সফল কুল চাষি জামাল হোসেন।

ইউটিউবে ভিডিও দেখেই কুল চাষে সফল ফরিদপুরের জামাল হোসেন। প্রথম বছরেই অভাবনীয় ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন তিনি। বর্তমানে তার সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছে গ্রামের বেকার যুবকরা। স্থানীয় বাজারের পাশাপাশি বিক্রি হচ্ছে আশেপাশের উপজেলাতেও।

ফরিদপুরের বোয়ালমারি উপজেলার বাসিন্দা জামাল হোসেন। ইউটিউবে ভিডিও দেখে দেড় একর জমিতে শুরু করেন কুল চাষ। বাগান তৈরি ও পরিচর্যায় ব্যয় করেছেন ৫ লাখ টাকা। ইতোমধ্যেই বিক্রি করেছেন ২ লাখ টাকার কূল। আগামীতে আরও ৫ লাখ টাকা আয় হবে বলে মনে করছেন তিনি।

প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অনেকে আসছেন এই বাগান দেখতে। কুল চাষে আগ্রহী হচ্ছেন তারা। বাগান পরিচর্যায় পরামর্শ দিয়ে আসছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর। জামাল হোসেনকে নিয়মিত পরামর্শ ও কুল বাগান পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।

নতুন জাতের এই কুল দেখতে যেমন বাহারি খেতেও তেমন সুস্বাদু। ফলন বেশি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। বেকারত্ব ঘোচাতে তাই অনেকেই এই জাতের কুল চাষে আগ্রহী হচ্ছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply