টিসিবির কার্ড ছাড়া ৫ পরিবারের পণ্য নিলেন একাই

|

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়াই ৫ পরিবারের পণ্য আত্মসাতের সময় হাতে নাতে আটক করা হয়েছে জসীম উদ্দিন নামের এক ব্যক্তিকে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এরই মধ্যে আটককৃত জসীমকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদে অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি মনিটরিং টিম। এ সময় জসীমের কাছ থেকে ১০ লিটার তেল, ১০ কেজি ডাল ও ১০ কেজি চিনি জব্দ করা হয়।

টিসিবি পণ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং টিম-৩ এর সদস্য বাংলাদেশ চা বোর্ডের সিনিয়র সহকারী সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমীন বলেন, আজকে (মঙ্গলবার) যখন দেখলাম ট্রাকের কাছ থেকে এনআইডিসহ একটি নাম্বার দিয়ে পণ্য কেনার চেষ্টা করছে। এ সময় সন্দেহ হলে ফ্যামিলি কার্ড ছাড়া কত পরিমাণ বিক্রি করা হয়েছে জানতে চাইলে বেশ কিছু পরিমাণ বিক্রি করা হয়েছে বলে জানায় ডিলার। পরে ভেতরে গিয়ে টেবিলের নিচে রয়েছে অনেকগুলো পণ্য দেখে সেগুলো জব্দ করে ইউএনওকে পাঠিয়ে দিই।

টিসিবির ‌এ বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply