হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডারদের বৈঠক

|

বৈঠকে মতবিনিময় করছেন বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামরি কাটিয়ে দীর্ঘ এক বছরের বেশি সময় পর এই প্রথম হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো।

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় হিলি সিপি হেড ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ’র ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রীবাস্তুভ এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার।

বিএসএফ সেক্টর কমান্ডার শ্রী বাস্তভ ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূণ্য রেখায় এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার। এছাড়াও অন্যান্য অফিসারদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, করোনার কারণে এতোদিন সীমান্তে এমন বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি। আজকের বৈঠকে সীমান্তের মাদক, অস্ত্র, চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। করোনার কারণে সীমান্তে যৌথ টহল বন্ধ থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যে তা আবার শুরু হবে বলে জানান তিনি।





সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply