‘মানবাধিকার, আইনের শাসন ও বৈষম্য দূর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’

|

মানবাধিকার, আইনের শাসন ও বৈষম্য দূর করতে সাংবিধানিক সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বুধবার (২৩ মার্চ) সকালে মানবাধিকার বিষয়ক এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

এ সময় শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সংবিধানে মানবাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে মানবাধিকার রক্ষায় সরকার কতটা সচেতন।

তিনি আরও বলেন, লিঙ্গ সমতা, এসডিজি অর্জন ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা করতে মৌলিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর মৌলিক অধিকার সংরক্ষণে জনপ্রতিনিধিরা বাধ্য বলেও মন্তব্য করেন স্পিকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply