রাজধানীর সড়কে আজও গত কয়েক দিনের প্রতিচ্ছবি

|

ফাইল ছবি।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর সড়কে রয়েছে গেল কয়েক দিনেরই প্রতিচ্ছবি। এদিন সকাল থেকেই রাজধানীতে সৃষ্টি হয়েছে যানজট। এতে চরম দুর্ভোগে অফিসগামীরা।

পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর থেকে রাস্তায় যাত্রী সংখ্যা বেড়ে গেছে। পাশাপাশি মেট্রোরেল, ঢাকা উড়াল সেতু, বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজের জন্য চলাচলের রাস্তা কমে গেছে রাজধানীতে। তাতে সৃষ্টি হচ্ছে যানজট।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে চলাচলকারীদের ভোগান্তিও বাড়ছে। রাজধানীর কুড়িল বিশ্বরোড, পল্টন, মতিঝিল, বেইলী রোড, বাড্ডা, রামপুরা এলাকা নতুন বাজার এলাকায় যানবাহনের জটলা দীর্ঘ দেখা গেছে দুপুর বেলায়। এছাড়াও ফার্মগেট, বাংলামোটর, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকাতেও চিত্র একই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply