দক্ষিণ আফ্রিকা যেন ‘মিনি ঢাকা’: তামিম

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারানোকে ক্যারিয়ারের সেরা অর্জন বলে অভিহিত করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, মাঠে সমর্থনের ব্যাপারে বলবো, এটাকে আমার কাছে মিনি ঢাকা বলে মনে হচ্ছে। আমাদের হেড কোচ রাসেল ডমিঙ্গো তো বললেনই, ওরা আমাদের দলের দ্বাদশ খেলোয়াড়!

তামিম আরও বলেন, আজ বাংলাদেশের একজন ফাস্ট বোলার ৫ উইকেট লাভ করেছে, আমাদের জন্য সিরিজ জয় নিশ্চিত করেছে; ম্যাচ সেরা ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছে। আমি ভীষণ গর্বিত। আমাদের বর্তমান ও সাবেক কোচেরা দারুণ কাজ করেছে। এই জয় আমাদের জন্য বিশাল প্রাপ্তি। এমনকি দলে আমরা যারা সিনিয়র খেলোয়াড় রয়েছি, তাদের জন্যও এই জয় বিশেষ। এখন থেকে দেশের বাইরে সিরিজ খেলতে গেলে এই জয় আমাদের অনুপ্রেরণা যোগাবে।

বিদেশের মাটিতে সিরিজ জয়ের মাহাত্ন্য বর্ণনা করে তামিম বলেন, ওয়ানডে ক্রিকেটে আমাদের সাফল্য নিয়ে আমি গর্বিত। এটা এমন এক ফরম্যাট যেখানে আমরা সেরা ক্রিকেটটাই উপহার দেয়ার চেষ্টা করে সফল হয়েছি। এতদিন কেবল বিদেশের মাটিতে জয়টাই অধরা ছিল। আর এবার সেটাও হয়ে গেল।

আরও পড়ুন: আফ্রিকান সিংহদের ছাপিয়ে সেঞ্চুরিয়নে বেঙ্গল টাইগারের গর্জন

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply