ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: মারিওপোলে ব্যাপক বোমা বর্ষণ রুশ বাহিনীর

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে ব্যাপক বোমা বর্ষণ করছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের বিভিন্ন পয়েন্টে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনারা। খবর বিবিসির।

পশ্চিমাঞ্চলীয় শহর মাকারিভ পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। শহরটিতে ইউক্রেনের পতাকা উড়তেও দেখা যায় বুধবার। এছাড়া ইরপিনের হাতছাড়া শহরগুলো আবার দখলে নেয়ার দাবি দেশটির সেনাদের।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলছেন, রাশিয়ান হামলার পর মারিওপোলে কার্যত আর কিছুই অবশিষ্ট নেই।

রুশ হামলায় পুরোপুরি বিধ্বস্ত রাজধানী কিয়েভ ও চেরনিভের মধ্যে যোগাযোগ সেতু। এই রুটেই মানবিক সহায়তা পৌঁছাতো কিয়েভে। বাসিন্দাদের সরিয়ে নিতে নিরাপদ করিডোর হিসেবেও ব্যবহার হতো এটি। নিয়মিত বিরতিতে হামলা চলছে সামি আর খারকিভেও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply