বৃহস্পতিবার (২৪ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ৪৫টি দেশের রাষ্ট্রদূত। পরে শেখ মুজিবুর রহমানের পৈতৃক ভিটাসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন তারা। সরকারি কলেজ মাঠে চলমান মুজিববর্ষ লোকজ মেলাতেও যান এসব রাষ্ট্রদূত।
এদিন ঢাকা থেকে সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয় রাষ্ট্রদূতদের বহর। মাঝপথে পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখেন। শুধু দক্ষিণাঞ্চল নয়, এই সেতুকে গোটা দেশের ভাগ্য বদলের হাতিয়ার বলছেন তারা।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে সাফল্যের নিদর্শন এই সেতু। কূটনীতিকদের এই সফর মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
/এমএন
Leave a reply