বরগুনায় খাল দখলের মহোৎসব, নির্বিকার কর্তৃপক্ষ

|

বরগুনায় খালপাড়ে গড়ে উঠেছে স্থাপনা।

বরগুনায় ভাড়ানী খাল দখলের যেন মহোৎসব চলছে। প্রকাশ্যেই একের পর এক স্থাপনা গড়ে তুলছে প্রভাবশালীরা। এতে অস্তিত্ব সংকটে পড়েছে খালটি। প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও জেলা প্রশাসক, দখলদারদের তালিকা করে উচ্ছেদ অভিযানের আশ্বাস দিয়েছেন।

পাথরঘাটার এই খাল ঘিরে গড়ে উঠেছে চরদুয়ানী বাজার, যা শতবছরের ঐতিহ্য। এর দু’পাড়েই দখলের এই মহোৎসব চলছে দীর্ঘদিন ধরেই। কেউ বানাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, কেউবা বসতঘর। এলাকাবাসী অভিযোগ সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ।

ভারানী খাল মিশেছে বিষখালী ও বলেশ্বর নদীতে। খালপাড়ে গড়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্র। ট্রলার নিয়ে জেলেদের আসা যাওয়া এই পথে। একসময় চলতো ছোট-বড় জাহাজ। তবে, সেসব এখন ইতিহাস। দখলদারদের কারণে সংকুচিত হয়েছে খাল। ব্যহত হচ্ছে নৌ চলাচলও।

অভিযুক্ত কারও কারও দাবি-খাল দখল করেননি তারা। নিজ জায়গাতেই গড়েছেন স্থাপনা। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানালেন, দখলদারদের তালিকা করে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। ফিরিয়ে আনা হবে খালের ঐতিহ্য এলাকাবাসী চাইছেন, দ্রুতই চালানো হোক অভিযান। উচ্ছেদ করা হোক দখলদারদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply