গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। ওই হাজতি ২০১৮ সাল থেকে হত্যাচেষ্টা মামলায় বন্দি ছিলেন।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে মারা যাওয়া ওই হাজতির নাম খায়রুল। তিনি চাপাইনবাবগঞ্জ সদর থানার নরেন্দ্রপুর উত্তরপাড়া এলাকার সায়েদ আলীর ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে খায়রুলকে মৃত ঘোষণা করেন।
/এডব্লিউ
Leave a reply