যুদ্ধ সংঘাতে একদিকে যখন টালমাটাল পরিস্থিতি রাশিয়া-ইউক্রেনে, ঠিক সে সময়ই যুক্তরাষ্ট্রে মিলেমিশে বসবাস করছে দেশ দুটির বহু নাগরিক। নিউইয়র্কের ব্রাইটন এলাকাটি পরিচিতি পেয়েছে লিটল ওডেসা হিসেবে। দীর্ঘ ৫ দশক ধরে এলাকাটিতে সৌহার্দ্যপূর্ণভাবে বাস করছেন তারা। দুই দেশের এমন বিরোধপূর্ণ পরিস্থিতিতেও অটুট রয়েছে সে সম্পর্ক।
মূলত ইউক্রেন, রাশিয়া অঞ্চলের মানুষের আধিক্যের কারণেই ‘লিটল ওডেসা’ নামকরণ। যুগের পর যুগ এলাকাটিতে সৌহার্দ্যপূর্ণভাবে সেখানে বাস করছেন রাশিয়া-ইউক্রেনের বহু মানুষ। পারিবারিক বন্ধনেও জড়িয়েছেন অনেকে।
সারি সারি বাক্স ভর্তি সহায়তা সামগ্রী সংগ্রহ করতে দেখা গেেছ রুশ আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনীয়দের জন্য। এ ত্রাণ সংগ্রহের কাজ করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত ইউক্রেনের নাগরিক ইনগা। এগিয়ে এসেছে এলাকাটিতে বাস করা জর্জিয়া, উজবেকিস্তান, এমনকি রাশিয়ান বংশোদ্ভূতরাও। ইনগা সোকোলনিকোভা বলছেন, যারা সহায়তা করছে তারা সবাই ইউক্রেনের নাগরিক না। রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, আজারবাইজানের মানুষও যথাসাধ্য সহায়তা দিচ্ছে। দেশ জাতির ঊর্ধ্বে আমরা সবাই মানুষ, এটাই তার প্রমাণ।
দুই দেশের এই দ্বন্দ্ব সংঘাত এতটুকুও টলাতে পারেনি সে সহাবস্থানকে। এমনকি রাশিয়ান বংশোদ্ভূতরাও নিন্দা জানাচ্ছে নিজ দেশের এহেন পদক্ষেপের।
রাশিয়া সামরিক অভিযান শুরুর পর সাধারণ মানুষের সম্পর্কের সে দৃঢ়তা আরও একবার ফুটে উঠলো। দেশের দুর্দিনে যখন দূর দেশে বসে নির্ঘুম রাত কাটচ্ছেন, তখন পুরো কমিউনিটিই তাদের যোগাচ্ছে মানসিক শক্তি। লিটল ওডেসা জুড়েই এখন ইউক্রেনীয়দের জন্য আকুতি। রাশিয়ান আমেরিকান অফিসার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনও শরণার্থীদের জন্য পাঠিয়েছে ত্রাণ সহায়তা। পোল্যান্ড সীমান্তে অবস্থানকারী লাখো ইউক্রেনীয়দের কাছে পৌঁছাবে সেসব ত্রাণ।
/এডব্লিউ
Leave a reply