ইউক্রেনে ঘোষণা দিয়ে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে পুতিন বাহিনী। প্রথমদিকে বিষয়টি সহজ ভাবলেও ইউক্রেন গড়ে তুলেছে কঠিন প্রতিরোধ। এটা ঠিক ইউক্রেন দেশটাকে প্রায় ভগ্নস্তূপে পরিণত করেছে পুতিনের সেনা, কিন্তু প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি মাথা নত করেননি। তার সেনাও লড়ে যাচ্ছে।
এর মধ্যেই এক অদ্ভুত খবর এলো। লড়াই চলাকালীন এক রাশিয়ান ব্রিগেড কমান্ডারকে আক্রমণ করল তারই সেনা। আজকালের প্রতিবেদনে বলা হয়, ৩৭তম মোটর রাইফেল ব্রিগেডের কমান্ডার ইয়ুরি মেদভেদেভকে ইচ্ছাকৃতভাবেই তার সেনারা আক্রমণ করেছে।
ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে ওই ইউনিটের বেশ কিছু সেনার প্রাণ গেছে বলে জানা যায়। সেই রোষেই উলটে কমান্ডারকে আক্রমণ করে রুশ সেনারা। আক্রমণে কমান্ডারের প্রাণ গেছে।
কিয়েভ থেকে মোটামুটি ৩০ মাইল দূরে মাকারিভ এলাকায় এই ঘটনা ঘটেছে। এই এলাকা আগে রাশিয়ান সেনার হাতে ছিল। কিন্তু এখন ফের ইউক্রেনের সেনার হাতে চলে এসেছে। এক পশ্চিমা কর্মকর্তা বলছেন, এই ঘটনা প্রমাণ করছে রাশিয়ান সেনাদের মধ্যে মনোবল তলানিতে পৌঁছেছে।
/এনএএস
Leave a reply