চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষ ৯ মের মধ্যে শেষ করতে চাই মস্কো, এমনই দাবি করলেন ইউক্রেন সেনারা। ইউক্রেনের কিয়েভ ইন্ডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল অব স্টাফের কাছে তথ্য রয়েছে, রাশিয়ান সেনাদের নাকি বলা হয়েছে, যে করে হোক ৯ মের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে।
ইউক্রেন সেনার একটি সূত্র উদ্ধৃত করে শুক্রবার (২৫ মার্চ) এমন দাবি করেছে ‘দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট’। পত্রিকার টুইটার পেজে সেটি শেয়ার করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে সরকারিভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। রাশিয়া এখনো ৯ মে উৎসব পালন করে। পুতিন এবার তাই স্তালিনের পদাঙ্ক অনুসরণ করবেন বলেই মনে করছেন ইউক্রেনের সেনারা।
/এনএএস
Leave a reply