গাইবান্ধা প্রতিনিধি:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার গণতান্ত্রিক জোটের অর্ধদিবস ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ৪/৫ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে তিন নেতাকর্মীকে।
রোববার (২৭ মার্চ) রাত ৮টার দিকে শহরের ডিবি রোডের মহিলা কলেজের সামনে লাঠিচার্জের ঘটনা ঘটে। এর আগে, বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা ১নং রেলগেট এলাকার দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে।
আটককৃতরা হলেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রানু সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ সরকার ও বাসদ মার্ক্সবাদী নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিক্ষোভ মিছিলটি শহরের ডিবি রোড হয়ে মহিলা কলেজের সামনে গেলে পুলিশ বিক্ষোভ কারীদের ওপর লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিক্ষোভকারীরা পৌরসভার সামনে একত্র হয়ে কাচারী বাজার প্রেসক্লাবের সামনের দিকে গেলে পুলিশ আবারও লাঠিচার্জ করে। এতে ৪/৫ জন নেতাকর্মী আহত হয় এবং পুলিশ তিনজনকে আটক করে।
এদিকে, মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় বাম নেতৃবৃন্দ। মিছিল থেকে গ্রেফতার হওয়া তিন নেতাকে মুক্তিরও দাবি জানান তারা।
ইউএইচ/
Leave a reply