যুদ্ধের প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটলেও রুশ বাহিনীকে একচুলও ছাড় দিতে নারাজ ইউক্রেনের সেনারা। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য লড়াতে চান তারা। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধের ময়দানে কীভাবে মনোবল ধরে রাখছে জেলেনস্কি বাহিনী। কীভাবেই বা কাটছে তাদের সময়।
ইউক্রেনের বাঙ্কারে থাকা যুদ্ধরত সেনাদের খাওয়া কিংবা একটু অবসর সবই করতে হয় বাঙ্কারে বসে। কয়েক মিনিটের জন্য শরীর থেকে বুলেটপ্রুফ জ্যাকেট খুলেই ভয় ধরে রকেট হামলার। তবে কোনোভাবেই মনোবল হারাতে চান না তারা। একের পর এক শহর ধ্বংস্তূপে পরিণত হলেও দেশের একবিন্দু মাটিও ছাড় দিতে নারাজ ইউক্রেন বাহিনী।
সেনা সদস্য অ্যালেক্সন্ডার বললেন, কোনো দেশের সাথে যুদ্ধ করতে হবে এটা কল্পনারও বাইরে ছিল। এখন আর এ নিয়ে বলার কিছু নেই। প্রতিটা মুহূর্ত সতর্ক থাকতে হচ্ছে। আরেকজন সেনা সদস্য উনকা বললেন, আমরা তো মানুষ, কিন্তু রুশ সেনারা তা মনে করছে না। নির্বিচারে সব শহরে বোমা মারছে, হত্যা করছে সবাইকে। মারিওপোলের অবস্থা দেখুন, সেখানে কী করেছে তারা। গোটা শহর এখন ধ্বংস্তূপ। তবে আমরাও দেশ ও পরিবার রক্ষায় পিছু হটবো না। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবো।
রাশিয়ার অত্যাধুনিক সব অস্ত্রকে তোয়াক্কা না করে শহরগুলোর প্রতিটি সড়কেই প্রতিরোধ গড়ে তুলছে সেনারা। কিয়েভের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত ১৩শ সেনার মৃত্যু হয়েছে। বিপরীতে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি ন্যাটোর।
/এডিব্লউ
Leave a reply