‘ভাড়াটে যোদ্ধা নয় পশ্চিমা অস্ত্র পেলেই রুশ বাহিনীকে তাড়ানো সম্ভব’

|

স্বেচ্ছাসেবক কিংবা ভাড়াটে যোদ্ধা নয় পশ্চিমা শক্তি প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহ করলেই ইউক্রেন থেকে রুশ বাহিনীকে বিতারিত করা সম্ভব বলে মন্তব্য করেছে ইউক্রেনের বিমান বাহিনী।

এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র জানান, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে ধরনের যুদ্ধবিমান রয়েছে সেগুলো ৭০ এবং ৮০র দশকের। সোভিয়েত আমলে নির্মিত এসব যুদ্ধবিমান রুশ আক্রমণ ঠেকাতে কার্যকর নয়। কারণ রুশ বিমান বাহিনী সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট নিয়ে আগ্রাসন চালাচ্ছে ইউক্রেনে।

বিমান বাহিনীর মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর উচিত অতিসত্ত্বর এফ-১৬, এফ-২২ এবং রাফালের মতো অত্যাধুনিক বিমান সরবরাহ করা ইউক্রেনকে। তাহলেই সম্ভব রুশ আগ্রাসন ঠেকানো। ইউক্রেনের সাথে পশ্চিমা দেশগুলোর নিয়মিত মহড়া হওয়ার কারণ এসব বিমান পরিচালনা করাও সহজ হবে বলে জানানো হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply