উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন

|

২০২২-২৩ মেয়াদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। সংগঠনটির মোট ভোটার ২ হাজার ৯৬৮ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এ ছাড়া পাঁচজন সহকারী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

সকাল ৭টা থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল তিনটি হচ্ছে— সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন, কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। তিন পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply