রাজশাহীতে দুই কৃষকের আত্মহত্যার ঘটনা তদন্তে কমিটি

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে দুজন কৃষকের আত্মহত্যার কারণ ও সময়মতো সেচের পানি না পাওয়ার কারণ উদঘাটনে একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে কৃষি মন্ত্রণালয়।

গত ২৭ মার্চ কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু জুবাইর হোসেন বাবুলকে। অপর তিন সদস্য হলেন রাজশাহী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, বিএডিসির নাটোর জেলার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও বিএমডিএর নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী সমশের আলী। তদন্ত কমিটিকে ঘটনাস্থল সরেজমিন তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের দুই সাওতাল কৃষক অভিনাথ ও রবি তাদের ধানের জমিতে বিএমডিএর গভীর নলকূপের পানি না পেয়ে কীটনাশক পান করেন। ওইদিনই অভিনাথ মারা যান। আর গত ২৫ মার্চ রাতে অভিনাথ মার্ডির চাচাতো ভাই রবি মার্ডি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিএমডিএর অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, ওই গভীর নলকুপের অধীনে ১৭০ জন কৃষকের ২৬৫ বিঘা জমি রয়েছে। সিরিয়াল অনুযায়ী তাদের পানি সরবরাহ করার কথা। খরা মৌসুমে পানির কিছুটা সংকট থাকে। পরিবার এবং স্থানীয়রা ১২ দিন ধরে জমিতে পানির সিরিয়াল না দেয়ার অভিযোগ করলেও ডিপ টিউবওয়েল অপারেটর শাখাওয়াত হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply