শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে ভারতের পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল গত কয়েক সপ্তাহ ধরেই। বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল কর্ণাটককে ঘিরে। এর জের আছে এখনও। এরই মধ্যে কর্ণাটকে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। মন্দিরের বাইরে মুসলিমদের ব্যবসা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি কর্ণাটকের বেশ কিছু মন্দির কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ধর্মীয় কোনো অনুষ্ঠানে মন্দিরের বাইরে মেলা বসলে সেখানে ব্যবসা করতে পারবে না মুসলিমরা। বেশ কয়েকটি মন্দিরের বাইরে এ নিয়ে পোস্টারও লাগানো হয়। এ প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বিধানসভায় বলেন, যদি এই নিষেধাজ্ঞা বৈধ হয়, তাহলে এই ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
তবে সরকারের এই সায় দেয়াকে ঘিরে নিজেদের সরকারের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা।
রাজ্যের শীর্ষ বিজেপি নেতা এইচ বিশ্বনাথ বলেন, এটা তো বিজেপির সরকার। আরএসএস, বজরং দল বা অন্য কোনো গোষ্ঠীর তো নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘সব কা বিকাশ ও বিশ্বাস’ বার্তা দিয়েছেন। কিন্তু আমাদের রাজ্য ভুল পথে এগোচ্ছে।
এসজেড/
Leave a reply