গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের এক আদেশের মাধ্যমে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। তবে এরপরই একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়তে শুরু করে দেশটি। এ পর্যন্ত প্রায় প্রায় ৪৬টি দেশ অন্তত ৫২০০ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। যা কোনো দেশের ওপর আরোপিত সর্বাধিক নিষেধাজ্ঞা।
তবে রাশিয়ার ওপর এত নিষেধাজ্ঞা আরোপ হলেও এর বিরুদ্ধেও অবস্থান নিয়েছে চীন ও তুরস্কসহ অনেক দেশই। এসব দেশের ভাষ্য- নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্থ হবে দেশটির সাধারণ মানুষই। তাছাড়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়নি আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশিরভাগই দেশই। অবশ্য এসব দেশের অনেকগুলোই রাশিয়ার আক্রমণের নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলোকে সমর্থন করেছে।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এমন দেশগুলোর মধ্যে আছে- ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, কানাডা, আলবেনিয়া, লিচেনস্টাইন, মোনাকো, মন্টেনিগ্রো, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, ইউক্রেন। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া এশিয়ান দেশের মধ্যে রয়েছে- জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুর। প্রতিবেদন আল জাজিরার।
আরও পড়ুন: তুরস্কের মধ্যস্ততায় যে সিদ্ধান্তে আসলো রাশিয়া ও ইউক্রেন
গত ৮-ই মার্চ নিষেধাজ্ঞা পর্যবেক্ষক সংস্থা ক্যাস্টেলুম ডট এআই এক তথ্যে জানায়, ২২শে ফেব্রুয়ারির আগে থেকে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আর ইউক্রেনে হামলার পরে রাশিয়ার বিরুদ্ধে আরও ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সবমিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২টি।
রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দেয়া দেশ সুইজারল্যান্ড। তারা পুতিনের দেশের ওপর মোট ৫৬৮টি নিষেধাজ্ঞা দেয়। দ্বিতীয় সর্বোচ্চ নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন। তারা মোট ৫১৮টি নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া ইউরোপীয় দেশ ফ্রান্সও ৫১২টি নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মোট ২৪৩টি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর।
জেডআই/
Leave a reply