ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বালি বোঝাই একটি ট্রাক লোহার ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চাপরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাপরাইল বাজার এলাকায় চিত্রা নদীর ওপরে একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এর পাশে যাতায়াতের জন্য একটি লোহার ব্রিজ তৈরি করা হয়। এ ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ থাকা সত্ত্বেও বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চিত্রা নদীর ওপরে নির্মিত লোহার ব্রিজ দিয়ে একটি বালি বোঝাই ট্রাক পার হচ্ছিল। এ সময় ব্রিজের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে বালি বোঝাই ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৫০৮৫ । ঘটনার পর থেকে ট্রাকের ড্রাইভার-হেলপার কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তারা বেঁচে আছে এ ব্যাপারে নিশ্চয়তা দেন তারা।
/এসএইচ
Leave a reply