পাবনায় র‍্যাব অ্যাসল্ট মামলা ও অপহরণ মামলার পলাতক ২ আসামি গ্রেফতার

|

আটককৃত দুই আসামি হামিদুল ইসলাম ও পিন্টু প্রামানিক

পাবনা প্রতিনিধি:

পাবনায় র‍্যাব অ্যাসল্ট মামলা ও অপহরণ মামলার পলাতক আসামি হামিদুল ইসলাম ও পিন্টু প্রামানিককে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

বুধবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনি. এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে পাবনা সদরের লাইব্রেরি বাজার এলাকা থেকে এ দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২ মার্চ দায়ের হওয়া একটি অপহরণ মামলার আসামিদের গ্রেফতারের জন্য ঈশ্বরদী থানার চর কুরুলিয়া গ্রামে গত ১২ মার্চ অভিযান চালান র‍্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা। সেখানে পাশের একটি মসজিদের মাইকে অজ্ঞাত কেউ ‘কারা যেনো এলাকায় ঢুকছে, ধর ধর’ বলে ঘোষণা করে সিভিল পোষাকে থাকা র‍্যাব সদস্যদের ওপরে আক্রমণ করে তাদেরকে আহত করে। পরবর্তীতে র‍্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হলে ভুল বোঝাবুঝির অবসান ঘটে।

এ ঘটনায় আরও একটি মামলা হয়। সেই অপহরণ ও র‍্যাবকে অ্যাসল্ট করার মামলায় গ্রেফতার করা হয় সদর থানার শানিকদিয়া গ্রামের পলাতক আসামি হামিদুল ইসলাম (৪৭) ও ঈশ্বরদী থানার পিন্টু প্রামানিক (৫৩) কে।

প্রসঙ্গত, উভয় আসামিই দীর্ঘদিন যাবত পলাতক ছিল। ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply