জয়ের লক্ষ্য নিয়ে ডারবানে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩১ মার্চ) শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই জয় চায় টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে তিন পরিবর্তনের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। একাদশে ফিরবেন তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে প্রথম দিনের খেলা।
অতীতের যে কোনো সময়ের চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভালো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক’সহ ওয়ানডে স্কোয়াডের বাইরে থাকা টেস্ট ক্রিকেটাররা ১০ দিনের ক্যাম্প করেছেন কেপটাউনে গ্যারি কার্স্টেন অ্যাকাডেমিতে। ডারবানে ইন্টার স্কোয়াড প্রস্তুতি ম্যাচসহ অনুশীলনের জন্য দারুণ সুযোগ সুবিধা পেয়েছে টাইগাররা।
সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পর প্রোটিয়াদের সাথে ওয়ানডে সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী এক শিবির এখন বাংলাদেশ। তাই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রত্যয়ের কথা শুনিয়েছেন মুমিনুল হক।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে নিশ্চিতভাবে থাকছে তিনটি পরিবর্তন। সবশেষ টেস্ট খেলা মোহাম্মদ নাঈম রয়েছেন দলের বাইরে, ফর্মে নেই সাদমান ইসলাম। ফিফটি করলেও বাদ পড়তে পারেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। কারণ, সোহানের জায়গায় ফিরছেন মুশফিকুর রহিম। সাথে ওপেনিংয়ে জুটি বাধবেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। কন্ডিশন স্পিন সহায়ক হলেও একাদশে তিন পেসার আর এক স্পিনার থাকার সম্ভাবনাই বেশি। তবে ডারবানে বাঁহাতি স্পিনারদের অতীত রেকর্ড দেখে উদ্বুদ্ধ হয়ে তাইজুল একাদশে ঢুকলে বাদ পড়বেন ইয়াসির আলী রাব্বি। তবে পায়ে হালকা ব্যথা আছে পেসার শরিফুল ইসলামের। তাই ডারবান টেস্টে এই বাঁহাতি পেসারের খেলা অনেকটাই অনিশ্চিত।
বাংলাদেশকে এই ম্যাচ জিততে হলে পেসারদের দারুণ পারফর্ম করতে হবে। তবে উইকেট দক্ষিণ আফ্রিকার অন্যান্য উইকেটের চেয়ে কিছুটা স্লো হওয়ায় এখানে সম্ভাব্য অধিক কার্যকর হবে স্পিনাররা। তবে সবার আগে ব্যাটারদের স্কোরবোর্ডে যোগ করতে হবে বড় রান। আর সে জন্য ১১ মাস পর টেস্ট খেলতে নামা তামিম ইকবালের দিকে স্বাভাবিকভাবেই তাকিয়ে থাকবে টাইগার একাদশ। সবশেষ ৩৮ মাস আগে সাদা পোশাকের লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ড্যাসিং ওপেনার। দক্ষিণ আফ্রিকায় তেমন কিছুর পুনরাবৃত্তিই দেখতে চাইবে বাংলাদেশের ক্রিকেটামোদীরা।
আরও পড়ুন: পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ
এম ই/
Leave a reply