পুতিনকে বাইডেন পরিবারের গোপন তথ্য ফাঁস করার আহ্বান ট্রাম্পের

|

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের যতো নোংড়া তথ্য আছে সেগুলো ফাঁস করে দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ রাজনীতিতে সহায়তা পেতে পুতিনকে বাইডেনের পরিবারের ক্ষতি হয় এমন যেকোনো তথ্য প্রকাশের অনুরোধ জানিয়েছেন ট্রাম্প। জাস্ট দ্য নিউজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই অনুরোধ জানান।

জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন সম্পর্কে একটি অপ্রমাণিত দাবিকে সামনে এনেছেন ট্রাম্প। একইসাথে পুতিনকে এ সংক্রান্ত যেকোনো তথ্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

রাশিয়ায় হান্টার বাইডেনের সম্ভাব্য লেনদেনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি পুতিন এর উত্তর জানেন। এখন এটি প্রকাশ করা উচিত। আমি মনে করি বিষয়টি সবারই জানা উচিৎ।

ট্রাম্পের দাবির সমর্থনে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বাইডেন দুর্নীতিতে জড়িত বা ব্যক্তিগত লাভের জন্য মার্কিন নীতিকে প্রভাবিত করেছিলেন। এমনকি এখনও পর্যন্ত কোনো তদন্তে বাইডেনকে দোষীও সাব্যস্ত করা হয়নি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply