অর্থ পাচার ও যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা

|

ফাইল ছবি

অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসকে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে অবৈধ অর্থ পাচার করে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাড়িটি ক্রয় করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। দুদক বলছে, এসকে সিনহাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

এর আগে, ২০১৭ সালের অক্টোবরে তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহা দেশ ছাড়ার কিছুদিন পর বিদেশ থেকেই প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর তার অনিয়ম-দুর্নীতির খোঁজে মাঠে নামে দুদক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাড়ি কেনার প্রমাণ পেয়েছে দুদক। সেখানে বলা হয়েছে, এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা ২০১৮ সালের জুনে নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার ডলারে তিন তলা বিশিষ্ট একটি বাড়ি কেনেন। মূলত প্রধান বিচারপতি থাকাকালেই অবৈধ অর্থ হুন্ডিসহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করেন তিনি। এসব অর্থ নিউ জার্সির প্যাটারসনে অবস্থিত ভ্যালি ন্যাশনাল ব্যাংকে জমা হয়। পরে সেই অর্থে বাড়িটি কেনেন তার ছোট ভাই।

দুদক বলছে, এসকে সিনহাকে দেশে আনতে আইনি পদক্ষেপ গ্রহণ করবে দুদক। দুদকের সচিব মাহবুব হোসেন বলেন, হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকাতে অর্থ পাচার করে তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, এবং তা দিয়ে নিউ জার্সি এলাকাতে নগদ দুই লক্ষ আশি হাজার ডলারে বাড়িটি ক্রয় করেন। এর মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে, দুদকের ঋণ জালিয়াতি ও অর্থপাচারের মামলায় সাবেক এ প্রধান বিচারপতিকে পৃথক দুই ধারায় চার ও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, উত্তরা ৮ নম্বর সেক্টরে প্রভাব খাটিয়ে প্লট ক্রয়ের অভিযোগে আরও একটি মামলা করে দুদক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply