বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১১৩ রানের মধ্যে কোনো উইকেট না হারিয়ে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে ১২১ রানের মধ্যেই দুই প্রোটিয়া ওপেনারকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরে টাইগাররা। এবার ১৪৬ রানের মাথায় দুর্দান্ত এক থ্রু করে আরেক উইকেটের পতন ঘটালেন মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের ৪৬তম ওভারের শেষ বলে টেম্বা বাভুমাকে বল করছিলেন তাসকিন আহমেদ। শর্টে বল ফেলেই রান নিতে যান বাভুমা। তবে মেহেদীর ক্ষিপ্রতায় নন স্ট্রাইক এন্ড থেকে স্ট্রাইক এন্ডে নিরাপদে পৌঁছাতে পারেননি কিগান পিটারসেন। ফলে ১৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে।
এর আগে, ডারবানে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান মুমিনুল হক। ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। তবে ১১৩ রানের মাথায় অধিনায়ক এলগার ৬৭ রান করে সাজঘরের পথ ধরলে ভাঙে ওপেনিং জুটি। পেসার খালেদ আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আর ১১৭ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের ভেল্কিতে বোল্ড হন এরউই। যাওয়ার আগে করেন ১০২ বলে ৪২ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৮ রান। ৫০ বলে ১৭ রানে ব্যাট করছেন বাভুমা। আর ১০ বলে ৯ রানে উইকেটে আছেন রায়ান রিকেলটন।
জেডআই/
Leave a reply