পাকিস্তানের সামনে পাহাড়সমান টার্গেট দিলো অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সামনে ৩৪৯ রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান। বেন ম্যাকডারমটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান তোলে অজিরা।

এর আগে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। দলীয় ১ রানেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দারুণ শুরু করে পাক বাহিনী। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১৬২ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন ট্রাভিস হেড ও ম্যাকডারমট। ১৬৩ রানের মাথায় হেড আউট হলেও অপরপ্রান্তে উইকেটে অবিচল থাকেন ম্যাকডারমট। তৃতীয় উইকেটে মারনাস লাবুশেনের সাথে গড়েন ৭৪ রানের জুটি। যাওয়ার আগে খেলেন ১০৮ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস।

ম্যাকডারমটের আউটের পর লাবুশেনের ৫৯, মার্কাস স্টোইনিসের ৪৯ ও শেষদিকে শন অ্যাবোটের ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান তোলে অজিরা।

ইকোনমি ছয়ের ওপর থাকলেও ম্যাচে ৪ উইকেট নেন পেসার শাহীন আফ্রিদি। ১০ ওভারে ৬৩ রান দেন তিনি। ইকোনমি ছয়ের নিচে রেখে ২ উইকেট শিকার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের। একটি করে উইকেট নেন জাহিদ মাহমুদ ও খুশদিল শাহ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply