কুমিল্লা ব্যুরো:
টিফিনের টাকা জমিয়ে কুমিল্লাসহ ৬৪ জেলায় মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছে ‘লাল সবুজ’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, বাল্যবিবাহ ও স্মার্টফোনকে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেমে জাগ্রত হতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানান সামাজিক সমস্যা নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন করলে অতিথিরা সমস্যা সমাধানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মো. মোক্তার হোসেন, সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ।
পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ।
/এডব্লিউ
Leave a reply