পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে চায় বাংলাদেশ: সেনাপ্রধান

|

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে যৌথ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে এমনটাই জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই আয়োজন কাজে লাগবে। একই সাথে সামরিক খাতে বাস্তবিক ও প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোই এর উদ্দেশ্য বলেও জানান বিদেশি কূটনীতিকরা।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ ‘অনুশীলন টাইগার লাইটনিং ৩’ শেষে রাজেন্দ্রপুর সেনানিবাসের বিপসটে মহড়া দেখায় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধানের সাথে মহড়া দেখেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং।

পরে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতেই এই অনুশীলন কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের মহড়া অনুষ্ঠানের আশা প্রকাশ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন জানান, আন্তঃদেশীয় সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সাথে কাজ করবে তার দেশ।

শান্তিরক্ষা মিশনে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলাই অনুশীলনের অন্যতম উদ্দেশ্য, যেখানে অংশ নিলেন মার্কিন প্যাসিফিক আর্মি কমান্ডের ৩৪ জন আর বাংলাদেশ সেনাবাহিনীর ৮২ জন সদস্য।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply