রাজধানীতে অসহনীয় যানজট ও দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মানববন্ধনে বক্তারা অবলম্বে অবিলম্বে সরকারকে যানজট ও দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান, অন্যথায় তাদের গদি ছাড়ারও পরামর্শ দেন তারা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেট, রাস্তায় চাঁদাবাজি, অনিয়ম সবকিছু সরকারের জানা আছে। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যানজটে ঢাকা অচল। বায়ু দূষণ, পানি দূষণে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এগুলোর সঠিক ব্যবস্থাপনা নাই। এসময় তিনি অবিলম্বে সকল অনিয়ম দূর করে জনগণের জীবনযাত্রা সহজ করার দাবি জানান। সোলায়মান চৌধুরী বলেন, ঈদের আগে প্রতিবার শ্রমিকদের মজুরির জন্য মাঠে নামতে হয়। আমরা এখনই সরকার ও মালিক পক্ষকে বলতে চাই, এবার রমজানে শ্রমিকদের যেন যথাসময়ে মজুরি পরিশোধ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে, মেজর (অব) আব্দুল ওহাব মিনার বলেন, আমাদের পুলিশ প্রশাসনে অনেক দক্ষ লোক রয়েছে। তাদেরকে কাজের সুযোগ দিতে হবে। আমরা চাই না সিভিল প্রশাসনে সামরিক বাহিনী আসুক কিন্তু জনগণের জীবন দুর্বিষহ হলে প্রয়োজনে সাময়িকভাবে তাদের সহোযোগিতা নিন। সামনে রোজা, কোনোভাবেই যেন রোজায় মানুষ কষ্ট না পায় সেই ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতি বিএম নাজমুল হক বলেন, অনেক হয়েছে। জনগণের কষ্ট সহ্যের সকল সীমা ছাড়িয়ে গেছে। অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন নইলে গদি ছাড়ুন। এভাবে আর চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দিনি।
এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অ্যাডভোকেট তাজুল ইসলাম, দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, যুবনেতা ইলিয়াস আলী, মহানগর দক্ষিণের নেতা আনোয়ার ফারুক, গাজী নাসির, কামাল হোসাইন, সেলিম খান, তোফাজ্জল হোসেন রমিজ, আমেনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এডব্লিউ
Leave a reply