রাশিয়া থেকে ভারতের তেল আমদানি, যা বললো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশকিছু দেশ। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করেছে এবং ইউরোপীয় দেশগুলি মস্কোর সরবরাহের উপর তাদের নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে সেখানে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে ভারত কমপক্ষে ১৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত রাশিয়ান তেল কিনেছে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে, তারা এই সংঘাতের মধ্যেই রাশিয়ান তেল আমদানি চালিয়ে যাওয়ার ভারতের সিদ্ধান্তকে সম্মান করে। যদিও এক শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছেন, যে বাইডেন প্রশাসন এই আমদানির দ্রুত বৃদ্ধি দেখতে চায় না। বৃহস্পতিবার (৩১ মার্চ) এমন প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং বলেছেন, তেল-গ্যাসের বিষয়ে ভারতকে সাহায্য করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন। যেমনটা সহায়তা করে আসছে সামরিক ক্ষেত্রে। তবে ‘বন্ধুরা রেডলাইন স্থাপন করে না’ উল্লেখ করে দলীপ বলেন, ভারতের বর্তমানে রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আমরা রাশিয়া থেকে ভারতের এই আমদানির দ্রুত বৃদ্ধি দেখতে চাই না।

আরও পড়ুন: শুক্রবার থেকে রাশিয়ান গ্যাসের মূল্য অবশ্যই রুবলে পরিশোধ করতে হবে: পুতিন

এমন সময় দলীপ এই বক্তব্য দিলেন যেখানে এই সপ্তাহেই ভারত সফর করেছেন ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ট্রাস বৃহস্পতিবার সুব্রামানিয়াম জয়শঙ্করের সাথে দেখা করেছেন এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। যেটি স্পষ্টতই রাশিয়ার উপর ভারতের কৌশলগত নির্ভরতা কমানোর পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

দলীপ সিংয়ের মতো ব্রিটিশ পররাষ্ট্র ট্রাসও বলেছিলেন যে যুক্তরাজ্য রাশিয়া থেকে ভারতের আমদানির সিদ্ধান্তকে সম্মান করে তারা। ট্রাস বলেন, ভারত একটি সার্বভৌম জাতি। আমি ভারতকে কী করতে হবে তা বলবো না।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply