তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই তীব্র খাদ্য ও অর্থসঙ্কটে আফগানিস্তান। একদিকে পশ্চিমা সহায়তা বন্ধ, অন্যদিকে নেই তালেবান সরকারের কোনো উদ্যোগ। বাধ্য হয়ে ঘাস-পাতা খেয়ে দিন পার করছেন অনেকে। এর মাঝেই রমজান ঘনিয়ে আসায় সঙ্কট আরও বাড়ার শঙ্কা স্থানীয়দের। পবিত্র সিয়াম সাধনার মাস কীভাবে কাটবে তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
গত বছরের মধ্য আগস্টে তালেবান ক্ষমতায় নেয়ার পর থেকেই চরম অর্থনৈতিক সঙ্কটে আফগানিস্তান। তালেবান ক্ষমতা নেয়ার পর আফগান রিজার্ভের প্রায় ১০ বিলিয়ন ডলার জব্দ করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শ্রম বিষয়ক সংস্থা (আইএলও) বলছে আগস্টের পর থেকে এ পর্যন্ত কর্মহীন হয়েছেন ৫ লাখের বেশি মানুষ। ৪৭ শতাংশ আফগানের দৈনিক আয় ১ ডলারের নিচে, সাথে রয়েছে তীব্র খাদ্য সঙ্কট।
এদিকে, আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে তালেবান প্রশাসনের নেই বিশেষ কোনো উদ্যোগ কিংবা পরিকল্পনা। কীভাবে এ সঙ্কট সামাল দেয়া হবে তা নিয়ে শঙ্কা ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ আফগানদের। মানুষের হাতে অর্থ নেই। ফলে তেমন কেউই আসেন না কেনাকাটা করতে। ফলে ক্রেতা না থাকায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় আফগান ব্যবসায়ীরা।
/এসএইচ
Leave a reply