সরকারি সংস্থার পাশাপাশি বাজার তদারকির দায়িত্বে এফবিসিসিআই

|

এফবিসিসিআই এর বৈঠক।

সরকারি সংস্থার পাশাপাশি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) বাজার তদারকি কার্যক্রম জোরদার করবে। শনিবার (২ এপ্রিল) সকালে নিত্যপণ্যের যোগান ও মজুদ পরিস্থিতি পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এফবিসিসিআই মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ জসীমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়, ৪৬ সদস্যের বাজার তদারকি কমিটির কথা জানানো হয়। এই কমিটি, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করবে।

এ নিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ী সমাজের আবেদনের প্রেক্ষিতে, সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে। এখন বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে হবে। ঈদসহ বিভিন্ন উৎসবের সময় পণ্য মূল্য স্বাভাবিক রাখার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply