সম্পন্ন হয়েছে কাতার বিশ্বকাপের ড্র। কোন গ্রুপে কে কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এবং কোন ফেভারিট দলগুলোর জন্য গ্রুপ পর্বেই অতিক্রম করতে হবে কঠিন বাধা, হচ্ছে তার চুলচেরা বিশ্লেষণ। সেই সাথে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র মঞ্চে ড্র নিয়ে কী ভাবছেন ফেভারিট দলগুলোর কোচেরা, দেখে নেয়া যাক।
২০১৮ সালের মতোই গ্রুপ পেয়েছে ব্রাজিল। সেবার সুইজারল্যান্ড আর সার্বিয়া থাকলেও ছিল না ক্যামেরুন। প্রায় একই রকম দল হলেও এবার প্রতিপক্ষদের সহজভাবে নিচ্ছেন না সেলেসাওরা। জি গ্রুপের চার দলই তাদের অঞ্চলের গ্রুপ সেরা হয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকেট। তাই বাড়তি চিন্তার অবকাশ রয়েছে বলে জানান তিতে। ব্রাজিলের কোচ বলেন, সুইজারল্যান্ড আর সার্বিয়া নিজেদের গ্রুপে সেরা হয়ে এসেছে। তারা ইতালি ও পর্তুগালের মতো দলগুলোকে পেছনে ফেলে এখানে এসেছে। অন্যদিকে ক্যামেরুনও তাদের অঞ্চলের সেরা। মোট কথা আমাদের আরও বেশি উন্নতি করতে হবে।
নিজেদের গ্রুপকে অন্যতম কঠিন বলে মনে করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেক্সিকো সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হলেও লেভানদোভস্কির পোল্যান্ড নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এমনকি বাছাই পর্বে ফর্মের তুঙ্গে থাকা সৌদি আরবকেও কঠিন প্রতিপক্ষ মনে করছেন স্কালোনি। তিনি বলেন, এখানে আসলে কিছুই বলার নেই। মেক্সিকো সাম্প্রতিক সময়ে নিজেদের সেরা ফর্মে। পোল্যান্ডও দুর্দান্ত ছন্দে রয়েছে। এমনকি আপনি সৌদি আরবকেও ছোট করে দেখতে পারবেন না। এবার আমাদের আসলেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।
ই গ্রুপে থাকা দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন-জার্মানি অবশ্য নিজেদের একে অপরকে রুখে দিতে প্রস্তুতি নিচ্ছে। তাদের ৪র্থ প্রতিপক্ষ নির্ধারিত না হলেও জাপানকে নিয়ে খুব বেশি ভাবছেন না স্প্যানিশ কোচ লুইস এনরিকে। আর জার্মানিকে রুখে দিয়েই বিশ্বকাপ জয়ের পথ সুগম করতে চান এনরিকে। তিনি বলেন, প্রথম ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড হোক বা কোস্টারিকা সেটা বিষয় নয়। ভালোভাবে শুরু করাটাই আমাদের মূল লক্ষ্য। তাই বাড়তি চাপ থাকবেই।
সবশেষ দেখায় ২০২০ সালের নেশন্স লিগে ৬-০ গোলে স্প্যানিশদের কাছে হেরেছিল জার্মানরা। যদিও নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে সম্পূর্ণ পাল্টে গেছে দলটি, হারেনি একটি ম্যাচও। হ্যান্সি ফ্লিক বলেন, আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রাখা। সে জন্য প্রতিটি ম্যাচেই জয় দরকার। গ্রুপে দুই চ্যাম্পিয়ন থাকাটা চ্যালেঞ্জেরই বলা যায়। এখন থেকেই নিজেদের পরিকল্পনা করে এগুতে হবে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: কে কোন গ্রুপে জেনে নিন
এম ই/
Leave a reply