অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাশে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অটিজম কোনো রোগ নয়। তাই তাদেরকে আপন করে নিতে হবে।
শনিবার (২ এপ্রিল) ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের প্রতিভা বিকাশ, সঠিক পরিচর্যা ও মূলস্রোতে নিয়ে আসতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে সংবেদনশীল। বিশ্বজুড়ে অটিজম আক্রান্ত শিশুদের অধিকার আদায়ে কাজ করছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ।
এ সময় প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, কাউকে পিছনে ফেলে নয়, সমাজের প্রতিটি মানুষকে নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। পুরনো ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। অটিজম আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধীদের বিকাশে সচেতনতাই সবচেয়ে বেশি জরুরি। প্রধানমন্ত্রী জানান, অটিজম ও প্রতিবন্ধীদের জন্য আট বিভাগে আটটি হোস্টেল তৈরি করা হবে।
এর আগে নানা ক্ষেত্রে সফলতা অর্জন করায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। সেই সাথে উদ্বোধন করা হয় নতুন দুটি অ্যাপস।
এম ই/
Leave a reply