সালাহকে ন্যু ক্যাম্পে আনতে চায় বার্সা

|

ছবি: সংগৃহীত

নতুন মৌসুমে লিভারপুলের ‘ইজিপসিয়ান কিং’ মোহামেদ সালাহকে দলে ভেড়াতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এবং সে জন্য বর্তমান ৮ খেলোয়াড়কেও ছেড়ে দিতেও রাজি এই ক্লাবটি। জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো।

নতুম মৌসুম শুরু হতে এখনো বেশ কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই নিজেদের দল গোছানো শুরু করেছে বার্সা। সালাহকে পেতে গোলরক্ষক নেতো ও ডিফেন্ডার সার্জি রবার্তোসহ বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়তে রাজি বার্সেলোনা। তাছাড়া সামনের দলবদলে যেকোনো ক্লাবে যোগদানের ব্যাপারে সালাহ উন্মুক্ত থাকবেন বলেও জানিয়েছে মুন্ডো দেপোর্তিভো। লিভারপুলের সাথে সালাহর চুক্তি শেষ হয়ে যাবে আর ১২ মাস পর। তবে চুক্তি নবায়ন নিয়ে এখনও স্পষ্ট করে জানায়নি কোনো পক্ষ।

তবে সালাহকে না পেলে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং চেলসির ডিফেন্ডার আন্দ্রেস ক্রিশ্চেনসেন ও সিজার আজপিলিকুয়েটাকে দলে ভেড়াতে চায় এই স্প্যানিশ জায়ান্ট।

আরও পড়ুন: শিরোপা প্রত্যাশী কোচেরা বিশ্বকাপ ড্র নিয়ে যা ভাবছেন

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply