এবার রাশিয়ার লক্ষ্য কী? জানালেন জেলেনস্কি

|

রুশ সেনাদের লক্ষ্য ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল। শনিবার গভীর রাতে দেয়া ভাষণে এমন দাবি করেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রুশ সেনাদের মোকাবেলায় সম্ভাব্য সবকিছু করছে তার সেনারা। বন্দরনগরী মারিওপোলে তারা দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

ভাষণে জেলেনস্কি বলেন, একের পর এক দখলকৃত এলাকায় আবারও ইউক্রেনের পতাকা উড়ছে। আমাদের সেনারা লড়াই ছাড়া শত্রু পক্ষকে একচুল ছাড় দেয় না। দোনবাসসহ পূর্বাঞ্চলে আমরা প্রতিরক্ষা জোরদার করছি। তিনি বলেন, জানি, শত্রুরা সেখানে সামরিক শক্তি জড়ো করছে।

এসময় জেলেনস্কি আরও বলেন, দোনবাস ও দক্ষিণাঞ্চল দুই জায়গাতেই দখলদারিত্ব কায়েম করাই তাদের লক্ষ্য। আর আমাদের লক্ষ্য, দেশের স্বাধীনতা, ভূমি ও জনগণের সুরক্ষা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply