দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যান থেকে চিকিৎসা শেষে ১৯টি শকুন অবমুক্ত করা হলো। সেখানে শকুন পরিচর্যা কেন্দ্রে দেয়া হয় চিকিৎসাসেবা। গত এক বছরে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয়েছিল এসব পাখি।গত এক বছরে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার শকুনগুলো ছিল অসুস্থ। উদ্ধারের পর সেগুলোকে রাখা হয় দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে। সেখানে শকুন পরিচর্যা কেন্দ্রে দেয়া হয় দীর্ঘদিন চিকিৎসা।
শনিবার (২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সেগুলোকে অবমুক্ত করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।
শকুন এদেশে এখন দেখা যায় না খুব একটা। এদের এখন বসবাস হিমালয় এবং তিব্বত অঞ্চলে। বন কর্মকর্তারা জানান, শীতে আনাগোনা বাড়ে এসব পাখির। দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বেশিরভাগ।
প্রসঙ্গত, শকুন পরিচর্যা কেন্দ্রটি ২০১৬ সালে গড়ে তোলা হয়েছে। সেখানে থেকে এখন পর্যন্ত এই ১৯ টিসহ ১৩৩টি শকুন অবমুক্ত করা হয়েছে। অবমুক্তের আগে, বিভিন্ন কোডসহ একটি ট্যাগ শকুনগুলোর পায়ে ও ডানায় বসানো হয়।
/এডব্লিউ
Leave a reply