সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর এবং নেত্রকোণার খালিয়াজুরির ধনু নদে পানি বৃদ্ধি পাওয়ায় হুমকিতে উঠতি বোরো ফসল। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত স্থানীয় কৃষকরা। তাদের আশঙ্কা, পানি বাড়তে থাকলে অকাল বন্যায় হারাতে হবে ফসল।
হাওর অঞ্চলে বোরো ধানের ওপরই নির্ভর করে কৃষকদের সারা বছরের সংসার খরচ, চিকিৎসা, সন্তানদের পড়ালেখা ও অন্যান্য যাবতীয় ব্যয়। নেত্রকোণায় ছোট-বড় ১৩৪টি হাওরের মধ্যে খালিয়াজুরিতেই আছে ৮৯টি। হাওরাঞ্চলে ৩০০ কিলোমিটার ডুবন্ত বাঁধের মধ্যে খালিয়াজুরিতে ১৮১ কিলোমিটার, মোহনগঞ্জে ৬১ কিলোমিটার ও মদনে ৪৬ কিলোমিটার ডুবন্ত বাঁধ আছে।
বৃহস্পতিবার ও শুক্রবার ভারতের চেরাপুঞ্জি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এতে করে পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার নদ-নদীর পানি বাড়ছে। খালিয়াজুরির ধনু নদে প্রায় চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে, সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে আবাদি জমিতে। তলিয়ে গেছে বিপুল পরিমাণ জমির বোরো ধান।
এসজেড/
Leave a reply