রোজার প্রথম দিনেই ঢাকায় গ্যাস সংকট, ভোগান্তিতে মানুষ

|

রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। রোববার (৩ এপ্রিল) দুপুর থেকেই ঢাকার শাহজাদপুর, বাড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুর, হাতিরপুল ও আরামবাগ এলাকায় গ্যাস সংকট দেখা দেয়।

এসব এলাকার অনেক বাসিন্দা অভিযোগ করে বলেছেন, গ্যাস না থাকার কারণে ইফতার সামগ্রী তৈরি করতে পারেননি। কেউ কেউ আবার ভোগান্তিতে পড়ে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ধানমন্ডি এলাকায় নিবু নিবু গ্যাস। কোনো কোনো বাসায় একদম নেই। ইফতার তৈরি করা যাচ্ছে না।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে। দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়ে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply