ক্যানসারে আক্রান্ত নেদারল্যান্ডস কোচ লুই ফন গাল

|

লুই ফন গাল। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ লুই ফন গাল ক্যানসারে আক্রান্ত। ডাচ টিভি অনুষ্ঠানে ক্যানসারে আক্রান্তের খবরটি নিজেই জানিয়েছেন ফন গাল। খবর গার্ডিয়ানের।

তিন দফায় নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হয়েছেন, আয়াক্সের হয়ে জিতেছেন লিগ-চ্যাম্পিয়নস লিগ সহ ক্লাব পর্যায়ের গুরুত্বপূর্ণ সকল শিরোপা। ছিলেন বার্সেলোনার কোচও। এজেড আলকমারের মতো অখ্যাত ক্লাবকে ডাচ লিগ জিতিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে।

ফন গাল জানিয়েছেন, এই ক্যানসারের ধরনটা বেশ বাজে, প্রোস্টেট ক্যানসারে আপনি মরবেন না। অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে তো বটেই। আসলে এই ক্যানসারের কারণে অন্যান্য সুপ্ত রোগ মাথাচাড়া দিয়ে উঠলে সেটাই যন্ত্রণা দেয়। আমার এই ক্যানসারটা বেশ বাজে ধরনের। এর মধ্যে ২৫ বার রেডিয়েশন থেরাপি দিতে হয়েছে। এর মধ্যেই আবার দল ম্যানেজ করার দায়িত্ব পালন করতে হয়েছে।

গত ইউরোর বাজে ফলের পর ফ্রাঙ্ক ডি বোরেকে সরিয়ে ফন গালকে তৃতীয় বারের মতো নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ করা হয়। ১৯৯৪-৯৫ মৌসুমে ডাচ ক্লাব আয়াক্সকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছেন তিনি। তার অধীনে ২০১৪ সালের বিশ্বকাপে তৃতীয় হয়েছিল নেদারল্যান্ডস।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply