‘আপাতত’ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন ইমরান খান

|

ইমরান খান। ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান খান। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

টুইটে আরিফ আলভি বলেন, পাকিস্তানের সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ উপধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেয়া পর্যন্ত ইমরান আহমদ খান নিয়াজী প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন।

প্রসঙ্গত, গতকাল রোববার (৩ এপ্রিল) ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেন। এরপর ইমরানের অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন আরিফ আলভি। তবে এদিনই ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন পাক প্রধানমন্ত্রীর বিরোধী শিবির। এরমধ্যে ইমরান বিরোধী এ জোট শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী ঘোষণা করে সরকার গঠনের ঘোষণা দিলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়।

এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে, এখন থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সব সিদ্ধান্ত বিবেচনা করা হবে আদালতের মাধ্যমে। এ নিয়ে ইতোমধ্যে বিতর্কে জড়িয়েছে ক্ষমতাসীন ও বিরোধীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply