ইউক্রেনে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেবে রাশিয়া

|

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

ইউক্রেনে অধ্যায়নরত শিক্ষার্থীরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে আছে। রাশিয়ার সাথে যুদ্ধের শেষ পরিণতি কোন দিকে গড়াবে তা এখনই বলা যাচ্ছে না। অন্যান্য দেশের মতো বহু বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখাও বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের জন্য একটি সুযোগ করে দিয়েছে রাশিয়া।

সোমবার (৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে রাশিয়ায় তাদের পড়াশোনা শেষ করতে পারে।

রাশিয়ার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

যেসব বাংলাদেশি শিক্ষার্থী ইউক্রেনে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারছে না রাশিয়ান ফেডারেশনের বিশ্ববিদ্যালয়ে তারা তাদের পড়ালেখা শেষ করার সুযোগ পাবে।

যেসব বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ায় তাদের পড়াশোনার প্রক্রিয়া স্থানান্তরে আগ্রহী, তারা ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসে তাদের নিম্নোল্লিখিত তথ্য জমা দেবে-

পছন্দসই রাশিয়ান বিশ্ববিদ্যালয় এবং পছন্দমতো অঞ্চলের নাম, ইউক্রেনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত নথির একটি কপি এবং শিক্ষার্থীর আইডি কার্ড ও রেকর্ড বুকের কপি।

যাবতীয় তথ্য পেতে ঢাকাস্থ রুশ দূতাবাসের হটলাইনে যোগাযোগের জন্যও বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply